ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
সৌদিতে বিদেশিদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা
বিদেশি নাগরিকদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।
তবে সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার আগেই যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তখনই তা অকার্যকর হবে।
এক্ষেত্রে আরও একটি শর্ত দেওয়া হয়েছে। চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একইসঙ্গে সকল বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।
তবে এ নিয়মের আওতায় ব্যতিক্রম রাখা হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য। তারা সৌদি আরবে নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। এজন্য তাদের আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।
এদিকে, জিসিসি অঞ্চলের অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না।
সৌদি ট্রাফিক বিভাগের এ নতুন নির্দেশনায় বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর সময়সীমা ও বিধিনিষেধ স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আইন মেনে চলতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম