ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
সৌদিতে বিদেশিদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা

বিদেশি নাগরিকদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।
তবে সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার আগেই যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তখনই তা অকার্যকর হবে।
এক্ষেত্রে আরও একটি শর্ত দেওয়া হয়েছে। চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একইসঙ্গে সকল বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।
তবে এ নিয়মের আওতায় ব্যতিক্রম রাখা হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য। তারা সৌদি আরবে নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। এজন্য তাদের আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।
এদিকে, জিসিসি অঞ্চলের অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না।
সৌদি ট্রাফিক বিভাগের এ নতুন নির্দেশনায় বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর সময়সীমা ও বিধিনিষেধ স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আইন মেনে চলতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি