ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সৌদিতে বিদেশিদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১৪ ২২:২০:১৪
সৌদিতে বিদেশিদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা

বিদেশি নাগরিকদের গাড়ি চালানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

তবে সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার আগেই যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তখনই তা অকার্যকর হবে।

এক্ষেত্রে আরও একটি শর্ত দেওয়া হয়েছে। চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একইসঙ্গে সকল বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।

তবে এ নিয়মের আওতায় ব্যতিক্রম রাখা হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য। তারা সৌদি আরবে নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। এজন্য তাদের আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।

এদিকে, জিসিসি অঞ্চলের অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না।

সৌদি ট্রাফিক বিভাগের এ নতুন নির্দেশনায় বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর সময়সীমা ও বিধিনিষেধ স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আইন মেনে চলতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত