ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মধ্যরাতে ফের রাজপথে ঢাবির নারী শিক্ষার্থীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ১১:০৬:০৫
মধ্যরাতে ফের রাজপথে ঢাবির নারী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের সময় ১৪ জুলাইয়ের ঘটনাকে স্মরণ করে ফের মিছিল নিয়ে রাজপথে নেমেছেন।

রাত ১২টার দিকে তারা নিজ নিজ আবাসিক হল থেকে মিছিল-সহ বের হয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।

২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন, যা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। ওই মন্তব্যের প্রতিবাদে সে সময়ই রাজপথে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক বছর পর আবারও সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং রাজনৈতিক স্মারক হিসেবে দিনটিকে সামনে রেখে এবারের এই মিছিল অনুষ্ঠিত হয়।

রাতে নারী হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলের গেট ভেঙে বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা এসময় কেউ পাতিল, চামচসহ ঘরের আসবাব নিয়ে বেরিয়ে পড়েন।

আজ রাতে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সেই পরিচিত দৃশ্য তৈরি করেছেন। রোকেয়া হল থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা এসে জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে, মুখে ছিল সেই চিরচেনা স্লোগান তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।

রোকেয়া হলের এই মিছিলে সুফিয়া কামাল হল-সহ অন্যান্য আবাসিক হলের শিক্ষার্থীরাও একে একে যোগ দেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে নারী শিক্ষার্থীদের জন্য সারারাতব্যাপী কনসার্ট আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে নারী শিক্ষার্থীদের জন্য আজ সারারাত হলগুলোর গেট খোলা রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে অংশ নিতে পারেন এই কর্মসূচিতে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত