ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

শিক্ষাবৃত্তি দেবে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন, আবেদন করবেন যেভাবে

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৪ ২২:৫২:৫৯

শিক্ষাবৃত্তি দেবে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন, আবেদন করবেন যেভাবে

সরকার ফারাবী: ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দনবি ২০২৪ সালে এইচএসসি পাস করে বর্তমানে স্নাতক পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘ইমদাদ-সিতারা খান বৃত্তি ২০২৫’ ঘোষণা করেছে। দেশের প্রতিভাবান ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতেই এ বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তির আওতায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন

এই বৃত্তির জন্য বর্তমানে বিএসসি (অনার্স), বিএসসি (কৃষি ও পশুপালন অনুষদের সব বিভাগ), এমবিবিএস, বিডিএস, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ (অনার্স), বিএসএস (অনার্স) ও বিবিএ কোর্সে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সরাসরি, ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদন যোগ্যতা

সাধারণ প্রার্থীদের জন্য:

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ছাড়া) মোট জিপিএ কমপক্ষে ৯.৬০ হতে হবে। অন্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম ৯.৫০ জিপিএ থাকতে হবে।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য:

দৃষ্টি বা শারীরিকভাবে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীরা সব বিভাগেই চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম ৮.০০ জিপিএ থাকলে আবেদন করতে পারবেন।

আবেদনপত্রে সংযুক্ত করতে হবে যেসব কাগজপত্র

১) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অধ্যয়ন প্রমাণপত্র বা প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত)।

২) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব মার্কশিট/ট্রান্সক্রিপ্ট (শিক্ষকের সত্যায়িত কপি)।

৩) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (শিক্ষকের সত্যায়িত)।

৪) নিজের হাতে বাংলায় লেখা ২৫০–৩৫০ শব্দের বিবৃতি— কেন নিজেকে এই বৃত্তির উপযুক্ত মনে করেন।

৫) পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে যুক্ত থাকলে তার প্রমাণপত্র/প্রত্যয়নপত্র (শিক্ষকের সত্যায়িত কপি)।

৬) প্রদত্ত তথ্যে অসঙ্গতি বা নকল পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে।

৭) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ বা আইডি কার্ডের অনুলিপি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরাএখানে ক্লিক করে নির্ধারিত ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

স্পন্দনবি বাংলাদেশ অফিস

বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৫।

বিস্তারিত তথ্য ও ফরম সংগ্রহের জন্য স্পন্দনবি’র অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিকভিজিট করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত