ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশের ‘অলিখিত ফাইনাল’ আজ , প্রতিপক্ষ মিয়ানমার
.jpg)
২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিকেল সাড়ে ৩টায় ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
এই ম্যাচে জয় মানেই বাংলাদেশের ইতিহাস গড়া—প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ। ড্র করলে টিকে থাকবে সম্ভাবনা তবে হারলে বিদায়ের আশঙ্কা প্রবল।
প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে ঋতুপর্ণা, আফঈদা, স্বপ্নারা। তবে আজকের প্রতিপক্ষ মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে—বাংলাদেশ যেখানে ১২৮ নম্বরে সেখানে মিয়ানমার আছে ৫৫ নম্বরে।
২০১৮ সালে অলিম্পিক বাছাইয়ে ইয়াঙ্গুনেই মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। মিয়ানমার দুইবার আসিয়ান নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং পাঁচবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে যদিও কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার ঘরের মাঠে তাদের পাশে থাকবে সমর্থকরাও।
তবুও ভয় নয়, জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। কোচ পিটার বাটলার জানিয়ে দিয়েছেন, তার দলের ভেতরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। একই কথা জানিয়েছেন মিডফিল্ডার স্বপ্না রানীও “ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে আমরা ভালো কিছু করব, আশা করছি দেশবাসীর দোয়া ও সমর্থন আমাদের সঙ্গে থাকবে।”
তিন দলের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের ও মিয়ানমারের পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। অন্যদিকে বাংলাদেশ আগামী ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ যেখানে জয় প্রত্যাশিত হলেও আজকের ম্যাচটাই মূল ফাইনাল।
টানা পাঁচ পরাজয়ের হতাশা পেছনে ফেলে এখন নতুন করে জেগে উঠেছে লাল-সবুজ। আজকের ম্যাচেই নির্ধারিত হবে—বাংলাদেশ নারী দল কী তাদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে পারবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন