ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অপ্রতিরোধ্য মেসি : টানা ৫ ম্যাচে জোড়া গোলের রেকর্ড

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ১৩ ১২:৫২:৩১
অপ্রতিরোধ্য মেসি : টানা ৫ ম্যাচে জোড়া গোলের রেকর্ড

ইতিহাস গড়েছিলেন আগেই। এবার তাতে যোগ হলো নতুন মাত্রা। বয়স যে কেবলই সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। অবিশ্বাস্য ফর্মে থাকা এই আর্জেন্টাইন তারকা এমএলএসে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে গড়েছেন নতুন রেকর্ড—এমন কীর্তি আগে কখনো দেখা যায়নি মেজর লিগ সকারে।

নিজেদের মাঠে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচের উভয় গোলই এসেছে মেসির জুতো থেকে। প্রথমে ১৭তম মিনিটে বাঁ পায়ের অসাধারণ এক ফ্রি-কিকে গোলের সূচনা করেন তিনি, বল পাঠান ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের পায়ের ফাঁক দিয়ে। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) হানি মুখতার ন্যাশভিলকে সমতায় ফেরালেও ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের একটি ভুল পাসের সুযোগ নিয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আবারও এগিয়ে দেন মেসি।

এই জয়ে ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে। তবে মায়ামি খেলেছে তিনটি ম্যাচ কম।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো মেসিকে নিয়ে বলেন, “মেসি এক আশীর্বাদ। তার বয়স ৩৭ হলেও মাঠে তার পারফরম্যান্সে সেটা বোঝার উপায় নেই। সে শুধু গোল করছে না, পুরো দলকে নেতৃত্ব দিচ্ছে।”

এখন পর্যন্ত লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে মেসি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে। গোলের পাশাপাশি আছে ৭টি অ্যাসিস্টও।

মেসির এই টানা জোড়া গোলের যাত্রা শুরু হয় মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে। এরপর কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১, নিউ ইংল্যান্ডের সঙ্গে ২-১, মন্ট্রিয়লের বিপক্ষে ফিরতি লড়াইয়ে ৪-১ জয় আর সর্বশেষ ন্যাশভিলের বিরুদ্ধে ২-১ গোলের জয়, প্রতিটিতেই জোড়া গোল করেছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

৩৮ বছর বয়সেও থামার নাম নেই মেসির। তাঁর ফুটবল জীবনের এই অধ্যায় যেন আরও নতুন এক কিংবদন্তির জন্ম দিচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: মেসি

সর্বোচ্চ পঠিত