ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সিরিজ বাঁচানোর লড়াই, বাংলাদেশের একাদশে রদবদল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ১৩ ১৫:২৭:১৭
সিরিজ বাঁচানোর লড়াই, বাংলাদেশের একাদশে রদবদল

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ (রোববার) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

প্রথম ম্যাচের ব্যর্থতার পর একাদশে কিছু পরিবর্তনের আভাস মিলেছে। যদিও অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে তবে কোচ ফিল সিমন্স এখনো তার ওপর আস্থা রাখছেন। ওয়ানডে সিরিজে বাদ পড়লেও টি-টোয়েন্টিতে সুযোগ পেতে পারেন লিটন।

ব্যাটিং লাইনআপে নতুন চমক হতে পারেন জাকের আলী অনিক। প্রথম ম্যাচে না খেললেও আজকের ম্যাচে মিডল অর্ডারকে শক্তিশালী করতে দলে ফিরতে পারেন তিনি। অন্যদিকে বোলিং বিভাগে আসতে পারে বড় পরিবর্তন—তাসকিন আহমেদের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। তার কাটার ও স্লোয়ার ডেলিভারি শ্রীলঙ্কার বিপক্ষে কার্যকর হতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার মাটিতে ছয়টি টি-টোয়েন্টির মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে মোট ১৮ ম্যাচের মধ্যে কেবল ৬টিতেই জয় এসেছে টাইগারদের পক্ষে। যদিও অতীত কিছুটা ভরসা জোগালেও বর্তমান পারফরম্যান্স তুলনায় পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত