ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শিল্পখাতে ধাক্কা: মূলধনি যন্ত্র আমদানিতে বড় পতন
.jpg)
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে । বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৬২ কোটি ২৪ লাখ ডলারের মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়েছিল দেশে, যা আগের অর্থবছরের সময়ের তুলনায় ১৯.৬ শতাংশ কম। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে আমদানি হয়েছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলারের যন্ত্রপাতি।
মূলধনি যন্ত্র আমদানির এই নিম্নগামী প্রবণতা দেশের সামগ্রিক বিনিয়োগ ও শিল্প খাতে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও রপ্তানিনির্ভর খাতগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রকাশনা উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটরস এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র কমেছে ২৭.৪৬ শতাংশ এবং নিষ্পত্তির হার কমেছে ২৫.৫৬ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণ:
মূলধনি যন্ত্র আমদানির ওপর এই নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে টেক্সটাইল, লেদার, জুট, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাতে।
টেক্সটাইল খাত:এই খাতে এলসি খোলা কমেছে ২২.০৭ শতাংশ, আর নিষ্পত্তি কমেছে ২৪.৩৮ শতাংশ।
লেদার/ট্যানারি খাত:এলসি কমেছে ২৪.৬ শতাংশ, যদিও নিষ্পত্তি তুলনামূলকভাবে কমেছে মাত্র ০.৫৩ শতাংশ।
জুট খাত:এখানে এলসি খোলা কমেছে ৬.৬৫ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ১৫.৬৭ শতাংশ।
ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাত:এসব খাতেও আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস লক্ষ্য করা গেছে, যদিও নির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে সেগুলো হলো: ডলারের সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং উচ্চ শুল্ক ও সুদের হার। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদনশীল খাতগুলোতে স্থবিরতা দেখা দিতে পারে এবং বিনিয়োগ প্রবাহ হ্রাস পেতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য অশনিসঙ্কেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ