ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শিল্পখাতে ধাক্কা: মূলধনি যন্ত্র আমদানিতে বড় পতন
.jpg) 
                                    ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে । বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৬২ কোটি ২৪ লাখ ডলারের মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়েছিল দেশে, যা আগের অর্থবছরের সময়ের তুলনায় ১৯.৬ শতাংশ কম। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে আমদানি হয়েছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলারের যন্ত্রপাতি।
মূলধনি যন্ত্র আমদানির এই নিম্নগামী প্রবণতা দেশের সামগ্রিক বিনিয়োগ ও শিল্প খাতে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও রপ্তানিনির্ভর খাতগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রকাশনা উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটরস এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র কমেছে ২৭.৪৬ শতাংশ এবং নিষ্পত্তির হার কমেছে ২৫.৫৬ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণ:
মূলধনি যন্ত্র আমদানির ওপর এই নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে টেক্সটাইল, লেদার, জুট, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাতে।
টেক্সটাইল খাত:এই খাতে এলসি খোলা কমেছে ২২.০৭ শতাংশ, আর নিষ্পত্তি কমেছে ২৪.৩৮ শতাংশ।
লেদার/ট্যানারি খাত:এলসি কমেছে ২৪.৬ শতাংশ, যদিও নিষ্পত্তি তুলনামূলকভাবে কমেছে মাত্র ০.৫৩ শতাংশ।
জুট খাত:এখানে এলসি খোলা কমেছে ৬.৬৫ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ১৫.৬৭ শতাংশ।
ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাত:এসব খাতেও আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস লক্ষ্য করা গেছে, যদিও নির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে সেগুলো হলো: ডলারের সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং উচ্চ শুল্ক ও সুদের হার। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদনশীল খাতগুলোতে স্থবিরতা দেখা দিতে পারে এবং বিনিয়োগ প্রবাহ হ্রাস পেতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য অশনিসঙ্কেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    