ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

২০২৬ জানুয়ারি ২২ ১৫:৪০:৪৪

অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের পরিকল্পনা সরকারিভাবে অনুমোদিত হয়েছে। এই সুখবর শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি জানতে পারার পর পুরো এলাকা আনন্দমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এবং স্বাধীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে একত্রিত হয়ে উল্লাস করতে থাকেন। অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে খুশির চোখে কাঁদতে দেখা যায়।

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি বাস্তবে রূপ পেয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত