ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন বিভাগ
নিজস্ব প্রতিবেদক: মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) পর্যায়ে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স’ বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দুইজন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিন্ডিকেট সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় ভিসি বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষার্থীদের শুধু যোগ্য আলেম হিসেবে নয়, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ইসলামিক ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নতুন বিভাগ সংযোজনের ফলে ফাজিল (অনার্স) পর্যায়ে বিষয়ভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে, যা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এই ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
নতুন করে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যুক্ত হওয়ায় এখন থেকে শিক্ষার্থীরা মোট সাতটি বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের