ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বাড়াতে ঢাবিতে বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতায় প্রস্তুত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি ও ক্যারিয়ার অ্যান্ড এমপাওয়ার ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন হলের বিপুলসংখ্যক ছাত্রী।
কর্মশালাটি পরিচালনা করেন গুগল ডিপমাইন্ড প্রজেক্টের এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব। তিনি এডভান্সড এআই ও জেনারেটিভ এআইয়ের ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আধুনিক এআই টুলস, পড়াশোনা ও ক্যারিয়ারে এআইয়ের বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ চাকরির বাজারে নিজেকে দক্ষভাবে প্রস্তুত করার কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।
কবি সুফিয়া কামাল হলের প্রায় চার শতাধিক ছাত্রী কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান। এছাড়া জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী, কবি সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এবং ক্যারিয়ার ইমপাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, জাতীয় ছাত্রশক্তি সবসময় শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনা করে। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক দক্ষতায় দক্ষ করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। তার ভাষায়, ঢাকা হবে দক্ষিণ এশিয়ার পোডিয়াম, আর এই নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই।
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে কার্যকর ও উপভোগ্য করে তুলতে সংগঠনটি নিয়মিত স্কিলভিত্তিক কর্মসূচি চালু রাখবে এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, শুধু একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়; আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত ও সফট স্কিল অর্জন অত্যন্ত জরুরি। এ জন্য পরিকল্পিতভাবে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল