ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

আমার ছবির জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি: শুভশ্রী

২০২৫ ডিসেম্বর ১৬ ২৩:৫২:১৫

আমার ছবির জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি: শুভশ্রী

বিনোদন ডেস্ক: কলকাতার যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা এবং সাধারণ দর্শকদের তাকে দেখতে না পাওয়ার ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে ফুটবলপ্রেমীদের মনে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তোপের মুখে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলী। অবশেষে ভিডিও বার্তার মাধ্যমে সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ব্যাখ্যা দেন। তিনি জানান, ‘জিওএটি (G.O.A.T)’ ইভেন্টে বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে তাকে এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

শুভশ্রী বলেন, ‘আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই এবং নির্ধারিত সময়ে তার সঙ্গে দেখা করে ছবি তুলি। এরপর পিআর টিমের অনুরোধে আমরা যুবভারতীতে যাই, কারণ তারা বলেছিল আমি গেলে তাদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য নির্ধারিত তাঁবুতেই আমরা অপেক্ষা করছিলাম।’

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সময় নিয়ে সৃষ্ট বিভ্রান্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মাঠে জ্যামার লাগানো থাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে ছবিগুলো তাৎক্ষণিকভাবে পোস্ট করা যায়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবিগুলো দেরিতে আপলোড হয়, আর তাতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।’

নিজেকে ট্রোলিংয়ের শিকার দাবি করে শুভশ্রী প্রশ্ন রাখেন, ‘আমাকে প্রোপাগান্ডা ও অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিন্তু কেউ কি বলতে পারবেন, আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি? আমি তো মাঠের ভেতরে কোথাও ছিলাম না। বিশৃঙ্খলা যা হয়েছে, তা আমিও নিজের চোখে দেখেছি।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত