ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মামদানির জয়ে ক্ষুব্ধ নিউইয়র্কের কট্টরপন্থী হিন্দুরা

২০২৫ জুলাই ০৬ ১৮:৩৯:৩৯

মামদানির জয়ে ক্ষুব্ধ নিউইয়র্কের কট্টরপন্থী হিন্দুরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন জোহরান মামদানি। তবে তার এই জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

৬ জুলাই (রোববার) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

কেন মামদানিকে নিয়ে বিতর্ক?

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ এশীয় মুসলিম মেয়র।

তবে তার ধর্মীয় পরিচয় ও স্পষ্টভাষী মনোভাবকে কেন্দ্র করে মোদি-সমর্থক কিছু প্রবাসী ভারতীয় তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। আলজাজিরাকে দেওয়া বক্তব্যে বিশ্লেষকরা জানিয়েছেন, মামদানি মুসলিম হওয়ার কারণে কট্টর হিন্দু জাতীয়তাবাদীরা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।

তাকে ‘জিহাদি’, ‘ইসলামপন্থী’, এমনকি ‘ভারত ও হিন্দু-বিরোধী’ বলেও অভিযুক্ত করা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-সমর্থিত গণমাধ্যম যেমন ‘আজ তাক’-ও মামদানির বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তিনি নাকি ‘ভারত-বিরোধী’ একটি সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন।

সমর্থনও রয়েছে বিপরীতে

যদিও এমন নেতিবাচক প্রচারণা চলছে, তবে বিশেষজ্ঞরা মনে করেন, মামদানি ভারতীয় আমেরিকান এবং দক্ষিণ এশীয় অভিবাসীদের একাংশের সমর্থন পেতে পারেন। বিশেষ করে যেসব প্রবাসী ডেমোক্র্যাটিক পার্টির নীতিকে সমর্থন করেন, তারা মামদানির পাশে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত