ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
দেশের স্বার্থে রাজনীতি চায় এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, "আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে সন্ত্রাস, পেশিশক্তি ও টাকার প্রভাব থাকবে না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হবে দেশের স্বার্থ ও সাধারণ মানুষের কল্যাণ। যারা সত্যিকারের জনস্বার্থ নিয়ে রাজনীতি করেন, তারা বিভক্ত হন না—তাদের মধ্যে থাকতে পারে ভালো কাজের প্রতিযোগিতা, কিন্তু হানাহানি, দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াই নয়।"
রোববার (৬ জুলাই) সকাল ১১টায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে পরে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে যাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা।
নওগাঁ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, "আমরা যখন নওগাঁ শহরে পদযাত্রা নিয়ে আসি, তখন সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। স্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো শহর। কিন্তু শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই করুণ। নওগাঁ জেলার রয়েছে কিছু বিশেষ সম্ভাবনা, তাই এর অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি।"
তিনি আরও বলেন, "বেকারত্ব দূর ও জীবনমান উন্নয়নে কী কী পদক্ষেপ প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছি। আশা করছি, নওগাঁ হবে এনসিপির অন্যতম সংগঠনিক ঘাঁটি।"
আখতার হোসেন জানান, এনসিপির আহ্বানে নওগাঁবাসীর আন্তরিক সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, "এনসিপি শুধু তরুণদের দল—এই ধারণা ভুল। এখানে প্রবীণ, মধ্যবয়সী, নারী-পুরুষ নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এমনকি শহীদ পরিবারের সদস্যরাও আমাদের সমর্থন দিয়েছেন, যা আমাদের অনুপ্রাণিত করেছে।"
তিনি জানান, ইতোমধ্যে নওগাঁয় এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। আখতার হোসেন বলেন, "আমরা আশা করছি, সাংগঠনিকভাবে নওগাঁতে যে বিস্তার আমরা গড়েছি, তা ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে—তারা যেন সাধারণ মানুষের কাছে গিয়ে দেশের নতুন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!