ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নির্বাচনের সময় বাড়িয়ে কাউকে সুবিধা দেওয়া উচিত নয়: রিজভী

২০২৫ জুলাই ০৬ ১৭:৪৮:৩৪

নির্বাচনের সময় বাড়িয়ে কাউকে সুবিধা দেওয়া উচিত নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের সময় বাড়িয়ে কোনো ব্যক্তি বা দলকে বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার এই বিষয়টি মানবেন।

রোববার (৬ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী জামায়াতের উদ্দেশে বলেন, তারা নির্বাচন পেছানোর কথা বললেও একই সময়ে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে, যা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। তিনি জানান, জামায়াত প্রায় ৩৩-৩৪টি আসনে নেতাদের মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, জামায়াত জনগণের মনোভাব কখনো বুঝতে চায়নি। যদি চাওয়া হতো, তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করত না। ১৯৮৬ সালে শেখ হাসিনার সঙ্গে গিয়ে জেনারেল এরশাদের নির্বাচনে অংশ নিত না। গণতন্ত্রের মূল্য তারা কখনোই মেনে নেয়নি এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ লুটতে গিয়ে বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে তারা মানুষের মনোভাব বুঝতে না পেরে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

রিজভী কারবালার ইতিহাস উল্লেখ করে বলেন, এটি ছিল ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ। ইমাম হুসাইন (রা.)-এর বাহিনী গণতন্ত্রের পক্ষে ছিল, যেখানে খোলাফায়ে রাশেদিন ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতেন। অন্যদিকে ইয়াজিদের বাহিনী সেই গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল।

তিনি আরও বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের জন্য কারবালার এই ইতিহাস শিক্ষণীয়। যারা মানবতার কল্যাণে বিশ্বাস করে, তাদের এই ঘটনা হৃদয়বিদারক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত