ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৬ ১৭:৩৫:৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৭ জন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগ থেকে। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন।

গত এক দিনে সারাদেশে ৩২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৯৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখনও ৪৫।

অতীত তথ্য মতে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫। ২০২৩ সালে একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি ছিলেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত