ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
                                    দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে গঠিত রিফর্ম টাস্কফোর্স আরও ১১টি ব্যাংকের সম্পদ যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ৯টি ব্যাংক হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকগুলোর বিরুদ্ধে গত ১৫ বছরে নানা অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। বিশ্বব্যাংকের সহযোগিতায় আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানগুলো এই সম্পদ যাচাই সম্পন্ন করবে।
ব্যাংকগুলো হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংক। এরমধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক মেঘনা ব্যাংক ছাড়া বাকি সবগুলো শেয়ারবাজারের ব্যাংক।
জানা গেছে, এ বিষয়ে 'ব্যাংক রিসট্রাকচারিং অ্যান্ড রেজ্যুলেশন ইউনিট' নামে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠিত একটি নতুন ইউনিট কাজ করছে। এরইমধ্যে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান ইরনেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি ছয়টি ব্যাংকের সম্পদ যাচাই সম্পন্ন করেছে। ইতোমধ্যে ইরনেস্ট অ্যান্ড ইয়াং এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকের এবং কেপিএমজি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের রিভিউ করেছে।
বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের জন্য একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করেছে, যাতে অডিট কার্যক্রম সঠিক, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। একইভাবে প্রতিটি অডিট প্রতিষ্ঠান থেকেও একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।
এই রিভিউর আওতায় থাকবে- ব্যাংকের আর্থিক নীতিমালা, সম্পদের মূল্যায়ন ও ঝুঁকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঋণ শ্রেণিকরণ ও পুনঃতফসিল, একক ঋণগ্রহীতা ও বৃহৎ ঋণের সীমা, বড় খেলাপিদের অবস্থা, হিসাব নীতিমালা এবং ঝুঁকি ব্যবস্থাপনার দিক। পাশাপাশি ব্যাংকের তারল্য ও বিনিয়োগ নীতিমালাও রিভিউয়ের অংশ হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)