ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে গঠিত রিফর্ম টাস্কফোর্স আরও ১১টি ব্যাংকের সম্পদ যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ৯টি ব্যাংক হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকগুলোর বিরুদ্ধে গত ১৫ বছরে নানা অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। বিশ্বব্যাংকের সহযোগিতায় আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানগুলো এই সম্পদ যাচাই সম্পন্ন করবে।
ব্যাংকগুলো হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংক। এরমধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক মেঘনা ব্যাংক ছাড়া বাকি সবগুলো শেয়ারবাজারের ব্যাংক।
জানা গেছে, এ বিষয়ে 'ব্যাংক রিসট্রাকচারিং অ্যান্ড রেজ্যুলেশন ইউনিট' নামে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠিত একটি নতুন ইউনিট কাজ করছে। এরইমধ্যে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান ইরনেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি ছয়টি ব্যাংকের সম্পদ যাচাই সম্পন্ন করেছে। ইতোমধ্যে ইরনেস্ট অ্যান্ড ইয়াং এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকের এবং কেপিএমজি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের রিভিউ করেছে।
বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের জন্য একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করেছে, যাতে অডিট কার্যক্রম সঠিক, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। একইভাবে প্রতিটি অডিট প্রতিষ্ঠান থেকেও একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।
এই রিভিউর আওতায় থাকবে- ব্যাংকের আর্থিক নীতিমালা, সম্পদের মূল্যায়ন ও ঝুঁকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঋণ শ্রেণিকরণ ও পুনঃতফসিল, একক ঋণগ্রহীতা ও বৃহৎ ঋণের সীমা, বড় খেলাপিদের অবস্থা, হিসাব নীতিমালা এবং ঝুঁকি ব্যবস্থাপনার দিক। পাশাপাশি ব্যাংকের তারল্য ও বিনিয়োগ নীতিমালাও রিভিউয়ের অংশ হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- যেসব শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- পর্যাপ্ত রিজার্ভ থাকা সত্বেও ফেসভ্যালুর নিচে ১৬ ব্যাংকের শেয়ার
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- আর্থিক অস্বচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তিতে সহযোগিতা করলেন ছাত্রদলনেতা হামিম
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি