ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ১২ ১০:৫৩:০৩
শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাংলাদেশের ব্যাংকিং খাত যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে, ছয়টি ব্যাংক রেকর্ড মুনাফা অর্জন করেছে, অন্যদিকে পাঁচটি ব্যাংক বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়েছে।

এই বিপরীতমুখী ফলাফলের কারণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মঈন উদ্দিনের বলেন, খেলাপি ঋণই হলো এই ফলাফলের প্রধান কারণ।

যেসব ব্যাংকের খেলাপি ঋণ কম ছিল, তারা শুধু ঋণের সুদ থেকেই আয় করেনি, বরং সরকারি ট্রেজারি বন্ডের মতো ঝুঁকিমুক্ত খাতে বিনিয়োগ করে উচ্চ মুনাফা লাভ করেছে। এই বিনিয়োগের জন্য তাদের কোনো প্রভিশন রাখতে হয়নি, যা সরাসরি তাদের মুনাফা বাড়াতে সাহায্য করেছে।

এই সময়ে রেকর্ড মুনাফা অর্জনকারী ব্যাংকগুলো হলো: ব্র্যাক ব্যাংক (৭০৮ কোটি টাকা), পূবালী ব্যাংক (৫৭৮ কোটি টাকা), প্রাইম ব্যাংক (৪১৫ কোটি টাকা), ইস্টার্ন ব্যাংক এবং যমুনা ব্যাংক (উভয়ই ৩০০ কোটি টাকার বেশি) এবং ব্যাংক এশিয়া। এসব ব্যাংকের সম্মিলিত মুনাফা ৮০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, পাঁচটি ব্যাংক – এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক – সম্মিলিতভাবে ৬ হাজার কোটি টাকার লোকসান করেছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের গোপন খেলাপি ঋণগুলো সামনে চলে আসে, যার ফলে তাদের বিশাল অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে। এবি ব্যাংক ১৭৫৮ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৬৯১ কোটি টাকা, আইএফআইসি ব্যাংক ১১২৮ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংক ৯৮৫ কোটি টাকা লোকসান করেছে।

এবি ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, তাদের নিট সুদের আয় ১৪৭৩ কোটি টাকা কমে যাওয়ায় এই লোকসান হয়েছে। এর কারণ হিসেবে তারা খেলাপি ঋণের বৃদ্ধি এবং উচ্চ সুদের হারের কারণে স্প্রেড কমে যাওয়াকে উল্লেখ করেছে।

ন্যাশনাল ব্যাংকও জানিয়েছে, খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় এবং আমানতের ওপর উচ্চ সুদের খরচ বহন করতে গিয়ে তাদের লোকসান হয়েছে।

এ বিষয়ে ব্যাংক খাতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে আমানতকারীরা তুলনামূলকভাবে কম সুদ পেলেও সুশাসন সম্পন্ন ব্যাংকে টাকা রাখতে বেশি আগ্রহী। এর ফলে ভালো ব্যাংকগুলোতে আমানতের প্রবাহ বাড়ছে, আর দুর্বল ব্যাংকগুলো আমানত টানতে হিমশিম খাচ্ছে। এই প্রবণতা আগামী দিনগুলোতেও চলতে পারে বলে তিনি মনে করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১০ কোটি টাকা চেয়ে সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন

১০ কোটি টাকা চেয়ে সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা নিয়ে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর... বিস্তারিত