ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

জাকির নায়েককে ডক্টরেট প্রদানের দাবিতে ঢাবি প্রশাসনকে স্মারকলিপি

২০২৫ নভেম্বর ০৩ ১৭:২২:৩১

জাকির নায়েককে ডক্টরেট প্রদানের দাবিতে ঢাবি প্রশাসনকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইসলামী বক্তা ডা. জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে স্মারকলিপি জমা দেওয়ার পর তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষার্থীরা বলেন, ডা. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ধর্ম প্রচারেই সীমাবদ্ধ নন, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী বৃত্তি ও সহায়তা পেয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন।

তাদের ভাষ্য, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের চাপে দেশত্যাগে বাধ্য হলেও মালয়েশিয়া ডা. নায়েককে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। “এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করলে তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি করবে,” বলেন তারা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদানের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি বুলিং, হয়রানি ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্যের ঘটনা বাড়ছে। এ ধরনের আচরণ জ্ঞানচর্চার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে তারা অভিযোগ করেন।

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের সঙ্গে আলোচনায় তারা জেনেছেন যে হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তারা দাবি করেন, এই কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ