ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ডাকসুর উদ্যোগে ঢাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা

২০২৫ নভেম্বর ০৩ ১৪:৫৩:০৫

ডাকসুর উদ্যোগে ঢাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক হলে প্রথমবারের মতো স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলে এ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করেছে হল সংসদ।

আজ সোমবার হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এ সেবার উদ্ভোদন করেন। জানা যায়, হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হকের উদ্যোগেই স্টারলিংক সেবা চালু করা হয়েছে। মোজাম্মেল হক তার ডাকসু নির্বাচনী ইশতেহারে এই সেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাদমান আব্দুল্লাহ বলেন, সলিমুল্লাহ মুসলিম হল সংসদ এর সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক এর উদ্যোগে প্রথম হল হিসেবে সলিমুল্লাহ মুসলিম হলের রিডিংরুমে আজ স্থাপিত হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। ইন শা আল্লাহ আজ থেকেই উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক জানান, আমি আমার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বদ্ধপরিকর। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, গবেষণা ও পড়াশোনার সুবিধা নিশ্চিত করতে এই সেবা চালু করা হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হলকে একটি স্মার্ট পরিবেশে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য। শিক্ষার্থীরা এখন নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এর আগে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিনের উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ