ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শেয়াবাজারে বড় পতনের দিনে সাত শেয়ারে উৎসব
আবু তাহের নয়ন: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ নভেম্বর) দেশের শেয়ারবাজার বড় ধরনের পতন প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৪২ পয়েন্ট। তবে সার্বিক নিম্নমুখী প্রবণতার মাঝেও বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সাত কোম্পানির শেয়ার।
এই সাত কোম্পানির শেয়ারে ছিল টানা ক্রয়চাপ। ফলে লেনদেনের প্রায় শুরু থেকেই বিক্রেতা সংকটে পড়ে শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ‘হল্টেড’ হয়ে যায়। অর্থাৎ, দাম সর্বোচ্চ সীমায় বেড়ে লেনদেন স্থবির হয়ে যায়।
সর্বোচ্চ দামে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো—ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, ফার্স্ট ফাইন্যান্স, ভিএফএস থ্রেড ডাইং এবং মুন্নু এগ্রো। এর মধ্যে মুন্নু গ্রুপের তিন কোম্পানি—মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স এবং মুন্নু এগ্রো—বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে।
তালিকার শীর্ষে থাকা ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিংয়ের দর ১০ শতাংশ বেড়ে যথাক্রমে দাঁড়ায় ১ টাকা ১০ পয়সা ও ৯৯ পয়সায়। মুন্নু সিরামিকের দর বেড়েছে ৯.৯২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৮.৭৭ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৮.৭৫ শতাংশ। এ ছাড়া ফার্স্ট ফাইন্যান্সের দর ৯.০৯ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইংয়ের দর বেড়েছে ৮.৯১ শতাংশ।
বাজারে পতনের দিনেও এই কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধিকে বিনিয়োগকারীরা দেখছেন ইতিবাচক সংকেত হিসেবে। বিশেষ করে মুন্নু গ্রুপের শেয়ারে ধারাবাহিক আগ্রহ বাজারে নতুন জল্পনা-কল্পনা তৈরি করেছে। কোম্পানি তিনটির চেয়ারম্যান আফরোজা খানম রিতা মানিকগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বিনিয়োগকারীরা মনে করছেন, রাজনৈতিকভাবে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে গেলে কোম্পানিগুলোর ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও নীতিনির্ধারণী সুবিধা পেতে সহায়ক হতে পারে, যা কোম্পানিগুলোর ব্যবসায়িক অগ্রগতিতে প্রভাব ফেলবে। এই প্রত্যাশাই শেয়ারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিক্রেতা সংকটে পড়ে শেয়ারগুলোর লেনদেন হল্টেড হয়ে যায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)