ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

আমজনতা নিবন্ধন না পেয়ে তারেক রহমানের আমরণ অনশন

২০২৫ নভেম্বর ০৪ ১৭:২৪:০৫

আমজনতা নিবন্ধন না পেয়ে তারেক রহমানের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক:আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। তিনি বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং সেখানে আমরণ অনশনের ডাক দেন। এই তথ্য নিজেই তারেক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।

তারেক রহমান বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে দল খুলে নিবন্ধন পেয়েছে ডেস্টিনি; এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি, পরে সব ফাঁস হওয়ার পর তা স্থগিত করে।’ তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিন রাজনীতি করেও তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি এবং রাজনীতি গেলেই ‘শুধু বুর্জোয়াদের জন্য’ হয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদের শাস্তি চাই—নাহলে তারেক বলে দিয়েছেন, আমরণ অনশন শেষ পর্যন্ত চালালে তা মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত