ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সাঁতারে ঢাবি শিক্ষার্থী শেখ জামিলের সাফল্য, চোখ এবার বাংলা চ্যানেলে

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০৬ ১৫:০৬:৪৭
সাঁতারে ঢাবি শিক্ষার্থী শেখ জামিলের সাফল্য, চোখ এবার বাংলা চ্যানেলে

শেখ জামিল হাসান পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২য় বর্ষে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ও নিয়মিত অনুশীলন করেন।

এবারের "ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার এবং ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫" এর আয়োজনে ব্যক্তিগত ও দলগত সবমিলিয়ে পাচঁটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন জামিল। নিঃসন্দেহে যেকোনো সাঁতারুর জন্য এটি অনেক বড় ও অনন্য অর্জন।

এবারের প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নিতে পেরেছেন। জামিল ১০০ মিটার ফ্রী স্টাইল, ২০০ মিটার ফ্রী স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এই তিনটি ব্যক্তিগত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সবগুলো ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে ৪০০ মিটার দলগত রিলে ও ওয়াটারপোলো দুইটি দলগত ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হয় তার দল।

শেখ জামিল ইতিপূর্বে মেঘনা নদীতে ৫ কিলোমিটার, পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল ভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও বাংলা চ্যানেল পাড়ি দিতে গত বছর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়ে পুরোপুরি প্রস্তুত ছিলেন। কিন্তু গত বছর বৈরী আবহাওয়াজনিত কারণে বাংলা চ্যানেল প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। জামিল তাই এবার বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেইন্টমার্টিন ১৬ কিলোমিটার) পাড়ি দিতে চান এবং সুযোগ হলে ওশেনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপেও (থাইল্যান্ডের আন্দামান সাগরে ১০ কিলোমিটার) অংশগ্রহণ করতে চান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত