ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইতিহাসের সবচেয়ে বড় মেডিকেল কলেজের দুর্নীতি ফাঁস

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৫ ১৯:৪০:৪৩
ইতিহাসের সবচেয়ে বড় মেডিকেল কলেজের দুর্নীতি ফাঁস

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দেশটির ইতিহাসের অন্যতম বড় মেডিকেল কলেজ দুর্নীতির জাল ভেঙে বের করেছে, যেখানে একাধিক রাজ্যের প্রভাবশালী সরকারি কর্মকর্তা এবং এক স্বঘোষিত ধর্মগুরুর জড়িত থাকার প্রমাণ মিলেছে।

শনিবার (৫ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিবিআইয়ের তদন্তে ভারতের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ঘুষের জটিল নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। এ কেলেঙ্কারিতে যুক্তদের তালিকায় রয়েছেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের চ্যান্সেলর ডিপি সিং, স্বঘোষিত ধর্মগুরু ‘রাওয়াতপুরা সরকার’, ইনডেক্স মেডিকেল কলেজের মালিক সুরেশ সিং ভাদোরিয়া এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও দালাল।

সিবিআই দায়ের করা মামলার এফআইআরে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত আইএফএস কর্মকর্তা সঞ্জয় শুক্লা, যিনি একসময় রিয়েল এস্টেট নিয়ন্ত্রক সংস্থা RERA-র চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শুক্লা ছত্তিশগড় বন বিভাগের সাবেক প্রধান এবং রাওয়াতপুরা গ্রুপের ট্রাস্টির ভূমিকায়ও যুক্ত ছিলেন।

তবে এখন পর্যন্ত মামলায় শুধু একজনকেই গ্রেপ্তার করেছে সিবিআই—তিনি হলেন পরিচালক অতুল তিওয়ারি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত