ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ইসরায়েলি নেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতা এবং পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের। অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেশটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
রথম্যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের শরিক দল ‘ন্যাশনাল রেলিজিয়াস পার্টি—রেলিজিয়াস জাওনিজম’-এর একজন প্রভাবশালী নেতা। দলটির প্রতিষ্ঠাতা বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যিনি নিজেও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
আজ সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্পষ্টভাবে জানান, তাদের দেশে এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, যার উপস্থিতি সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তিনি বলেন, "আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন, তাহলে অস্ট্রেলিয়ায় আপনার জায়গা নেই।"
অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠন, যারা রথম্যানের সফরের আয়োজন করছিল, সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি এ সিদ্ধান্তকে "তীব্র ইহুদিবিদ্বেষী পদক্ষেপ" বলে আখ্যায়িত করেছেন।
গ্রেগরি জানান, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সম্প্রতি বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সহানুভূতি জানানো। তিনি দাবি করেন, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান কোনো ঘটনার সম্পর্ক ছিল না।
অস্ট্রেলীয় ভিসা আইনের আওতায়, বৈধ ভিসা বাতিল হলে সেই ব্যক্তি পরবর্তী তিন বছর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারেন না। ফলে রথম্যানের অস্ট্রেলিয়া সফর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেল।
রথম্যান নিজেও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য পদক্ষেপকে "গুরুতর ভুল" হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি হবে হামাস ও সন্ত্রাসবাদের জন্য “একটি বড় পুরস্কার”।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশ ইসরায়েলের দুই মন্ত্রী— বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভির— এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, তারা বারবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত দেশটির মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস