ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইসরায়েলি নেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
.jpg)
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতা এবং পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের। অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেশটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
রথম্যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের শরিক দল ‘ন্যাশনাল রেলিজিয়াস পার্টি—রেলিজিয়াস জাওনিজম’-এর একজন প্রভাবশালী নেতা। দলটির প্রতিষ্ঠাতা বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যিনি নিজেও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
আজ সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্পষ্টভাবে জানান, তাদের দেশে এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, যার উপস্থিতি সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তিনি বলেন, "আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন, তাহলে অস্ট্রেলিয়ায় আপনার জায়গা নেই।"
অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠন, যারা রথম্যানের সফরের আয়োজন করছিল, সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি এ সিদ্ধান্তকে "তীব্র ইহুদিবিদ্বেষী পদক্ষেপ" বলে আখ্যায়িত করেছেন।
গ্রেগরি জানান, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সম্প্রতি বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সহানুভূতি জানানো। তিনি দাবি করেন, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান কোনো ঘটনার সম্পর্ক ছিল না।
অস্ট্রেলীয় ভিসা আইনের আওতায়, বৈধ ভিসা বাতিল হলে সেই ব্যক্তি পরবর্তী তিন বছর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারেন না। ফলে রথম্যানের অস্ট্রেলিয়া সফর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেল।
রথম্যান নিজেও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য পদক্ষেপকে "গুরুতর ভুল" হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি হবে হামাস ও সন্ত্রাসবাদের জন্য “একটি বড় পুরস্কার”।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশ ইসরায়েলের দুই মন্ত্রী— বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভির— এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, তারা বারবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত দেশটির মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস