ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ডাকসু প্যানেল নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যেখানে প্রায় সব ছাত্র সংগঠন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে ছাত্রদল এখনো তাদের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে চলছে আলোচনা ও দর-কষাকষি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়েছে এবং বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই স্বল্প সময়ের মধ্যেই ছাত্রদলকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করতে হবে।
এরই মধ্যে সংগঠনের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বেশ কয়েকজন শীর্ষ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়তে আগ্রহী কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। অন্যদিকে, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন ও বিএম কাউসারসহ একাধিক নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন।
নেতারা মনোনয়ন ফরম কিনলেও চূড়ান্তভাবে কে কোন পদে লড়বেন, তা নির্ভর করছে হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর। এ নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও অপেক্ষা বিরাজ করছে।
এ বিষয়ে ভিপি পদে মনোনয়ন প্রত্যাশী আবিদুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, "আগামীকাল বুধবার ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।" মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই ঘোষণা আসার কথা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার