ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক ছাত্রের ভিসা বাতিল

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ১৯ ০৯:২০:২৪
যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক ছাত্রের ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক ছাত্রদের ওপর কড়া পদক্ষেপ নিয়ে ছয় হাজারের বেশি ভিসা বাতিল করেছে। ভিসা বাতিলের প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ করেছে মার্কিন আইন লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার বিষয়টি।

বাতিল হওয়া ভিসাধারীদের মধ্যে অনেকের বিরুদ্ধে মার্কিন আইন লঙ্ঘন, হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের ধরণ নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি।

এর মধ্যে ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি গ্রহণ করায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে। কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় লক্ষ্যবস্তু হয়ে পড়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চরম দক্ষিণপন্থি ইনফ্লুয়েন্সারের পোস্টের প্রেক্ষিতে গাজার বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অস্থায়ী চিকিৎসা ও মানবিক ভিসা প্রদানের প্রক্রিয়া ও নীতিমালা সম্পূর্ণরূপে পর্যালোচনা করা হচ্ছে। এ সময় গাজার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা বন্ধ থাকবে।

মার্কিন সংস্থা ছয় হাজার ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখেছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিছু পোস্ট পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, তার অনুমান অনুযায়ী, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে অতিথি হিসেবে থাকা শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষার সুবিধা ব্যাহত করে, তবে তাদের ভিসা বাতিল করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত