ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এক লাখ সেনা নিয়ে ঘিরে ফেলা হচ্ছে গাজা শহরকে

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৯ ১২:১২:২৩
এক লাখ সেনা নিয়ে ঘিরে ফেলা হচ্ছে গাজা শহরকে

রোববার তেল আবিবে লাখ লাখ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে দাবি জানিয়েছেন।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির গাজা দখল পরিকল্পনার খসড়ায় স্বাক্ষর করেছেন, পরিকল্পনা অনুযায়ী প্রায় এক লাখ সেনা শহর ঘিরে রাখবে, ইতোমধ্যেই ১০ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার কাজ শুরু হয়েছে, শহরে হামলায় নিহত হচ্ছেন সাধারণ মানুষ, ধ্বংস হচ্ছে বাড়িঘর, বাসিন্দারা পালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি বাহিনী দুই লক্ষ্য নিয়ে কাজ করছে – হামাসকে নির্মূল করা এবং ৫০ জন জিম্মিকে মুক্ত করা তবে বিশ্লেষকরা বলছেন উভয় লক্ষ্য একসাথে অর্জন সম্ভব নয়।

মানবিক পরিস্থিতি: ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, প্রতিদিন ত্রাণকেন্দ্র ঘিরে হত্যাকাণ্ড হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রেখেছে।

গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে মিসরে গেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, অস্ট্রেলিয়া দেশটিতে অতি-ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ সিমচা রথম্যানের প্রবেশ নিষিদ্ধ করেছে।

দখলের কৌশল: এক লাখ সেনা শহর ঘিরে রাখবে, হামাসের অবকাঠামো ধ্বংস করা হবে, বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হবে, চার ধাপে দখল বাস্তবায়ন হবে – দক্ষিণ গাজায় ত্রাণ ও ক্লিনিক স্থাপন, বাসিন্দাদের সরিয়ে নেওয়া, স্থল অভিযান শুরু, শহরে সেনা প্রবেশ।

গত ২২ মাসে ইসরায়েলি হামলায় ৬২ হাজার মানুষ নিহত। চলতি কয়েক মাসে ২ হাজার ত্রাণপ্রত্যাশী নিহত, অনাহারে মারা গেছে ১১২ শিশুসহ ২৬৩ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত