ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইলন মাস্কের

স্পেসএক্স ও টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে মাস্ক বলেন, “এই দল এসেছে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।”
জনমত জরিপ থেকে দল গঠন
এর আগে শুক্রবার মাস্ক এক্সে একটি জরিপ চালান। এ জরিপে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না। ফলাফলে দেখা যায়, ২:১ ব্যবধানে অধিকাংশ মানুষ নতুন দলের পক্ষে মত দেন। তার পরদিন শনিবার মাস্ক আনুষ্ঠানিকভাবে বলেন, “আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফেরত দেওয়ার জন্য।”
ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন কর ছাড় ও ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিল স্বাক্ষর করেছেন—যার কড়া সমালোচক মাস্ক। একসময় ট্রাম্পকে সমর্থন করলেও মাস্ক এখন তাকে প্রকাশ্যে সমালোচনা করছেন। তিনি এক্সে লেখেন, “যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে, সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি।” মাস্ক দাবি করেন, ট্রাম্পের নতুন বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে তুলবে।
ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছেন, মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে। জবাবে মাস্ক ঘোষণা দিয়েছেন যেসব কংগ্রেস সদস্য ট্রাম্পের বিল সমর্থন করেছেন তাদের বিরুদ্ধে প্রচারে অর্থ ব্যয় করবেন।
রাজনৈতিক অঙ্গনে আলোড়ন
মাস্কের ‘আমেরিকা পার্টি’ ও ট্রাম্পের মধ্যে চলমান দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রিপাবলিকান দল অভ্যন্তরীণ বিভাজন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিশেষ করে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ আগামী নির্বাচনের ফলাফলকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে।
কৌশলগত বার্তা
মাস্ক এক্সে লেখেন, “আমরা ‘ইউনিপার্টি’ ব্যবস্থাকে ভাঙব ঠিক যেমন গ্রিক সেনানায়ক এপামিনোনডাস নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আঘাত হেনে শত্রুকে পরাজিত করেছিলেন।”
টেসলা শেয়ারে প্রভাব
রাজনৈতিক সংঘাতে টেসলার শেয়ারেও ওঠানামা দেখা যাচ্ছে। ট্রাম্পের পুনর্নির্বাচনের পর শেয়ারের দাম ৪৮৮ ডলার পর্যন্ত উঠলেও পরে তা নেমে এসে গত সপ্তাহে দাঁড়ায় ৩১৫.৩৫ ডলারে।
ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের বিপুল সম্পদ থাকলেও যুক্তরাষ্ট্রের শতবর্ষ পুরনো দ্বিদলীয় (রিপাবলিকান-ডেমোক্র্যাট) কাঠামো ভাঙা সহজ হবে না। বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনো ৪০ শতাংশের ওপরে রয়েছে।
হোয়াইট হাউস বা ট্রাম্প এখনো মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নিশ্চিতভাবে বলা যায়, মাস্কের ‘আমেরিকা পার্টি’ ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্যে এক নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তথ্য : রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার