ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহ-ত বেড়ে ৭৮

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৭ ১০:১৩:২১
টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহ-ত বেড়ে ৭৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ৪১ জন। শুক্রবারের এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে কার কাউন্টিতে, যেখানে মারা গেছেন ৬৮ জন, এর মধ্যে ২৮ জনই শিশু।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গুয়ারডালুপ নদীর তীরে অবস্থিত খ্রিস্টান মেয়েদের ক্যাম্প ‘মিস্টিক’ পুরোপুরি প্লাবিত হয়। ক্যাম্পের ১০ জন মেয়ে ও তাদের একজন পরামর্শক এখনও নিখোঁজ।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সেখানে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা উদ্ধার তৎপরতায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যেই উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপে বিষাক্ত সাপের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

বন্যার তিন দিন পার হলেও টেক্সাসের ইতিহাসে অন্যতম বড় এই উদ্ধার অভিযান চলছে। এখন এটি ধীরে ধীরে পুনরুদ্ধার অভিযানে পরিণত হচ্ছে। কার কাউন্টিতে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

রবিবার গভর্নর গ্রেগ অ্যাবট জানান, নিখোঁজ প্রত্যেককে খুঁজে বের করতে সম্ভাব্য সবকিছু করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার কাউন্টিকে দুর্যোগ অঞ্চল ঘোষণা করে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থাকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

গুয়ারডালুপ নদীর পাশের দুই লেনের মহাসড়ক এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকা জুড়ে ভাঙা বাড়ি, উপড়ে পড়া গাছ, ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবপত্র ও বৈদ্যুতিক খুঁটিতে যেন এক মৃত্যুপুরীর চিত্র ফুটে উঠেছে। তবে এই কঠিন সময়েও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন, কেউ খাবার, কেউ আশ্রয়, আবার কেউ প্রয়োজনীয় কাপড়চোপড় সরবরাহ করে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত