ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

খুলনা-চট্টগ্রামসহ দেশের সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

২০২৫ জুলাই ০৭ ১০:০৯:০৪

খুলনা-চট্টগ্রামসহ দেশের সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার অনেক এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত