ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

১৮তম নিবন্ধন: দাবি পূরণে শাহবাগে মহাসমাবেশের ডাক

২০২৫ জুলাই ০৭ ১১:৪০:৫২

১৮তম নিবন্ধন: দাবি পূরণে শাহবাগে মহাসমাবেশের ডাক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা পর্বে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করেছেন হাজারো ভুক্তভোগী পরীক্ষার্থী।

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ফেল করানো হয়েছে, যা একটি প্রহসনের নামান্তর। এই অভিযোগের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন।

এদিন সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীরা। কারও ব্যানারে লেখা ছিল ‘ভাইভায় প্রহসন মানি না’, কারও পোস্টারে লেখা ছিল ‘একই নম্বরে দুই রায়, মানিনা মানবো না’, আবার কেউ দাবি জানাচ্ছিলেন—‘সবার জন্য সনদ চাই, দিতে হবে দিতে হবে’।

আন্দোলনকারীরা জানান, ভাইভা বোর্ডে একেক স্থানে একেকরকম মানদণ্ডে ফলাফল নির্ধারণ করা হয়েছে। কোথাও ৩০ জনের মধ্যে ২৯ জন ফেল করেছেন, আবার কোথাও ২৬ জন একসঙ্গে পাশ করেছেন। এটি একটি বিভ্রান্তিকর ও বৈষম্যমূলক মূল্যায়ন, যা গ্রহণযোগ্য নয়। তাই তারা দাবি করছেন, ভাইভা পর্ব বাতিল করে পুনর্মূল্যায়ন করতে হবে এবং যারা ভাইভায় অংশ নিয়েছেন এবং প্রক্রিয়াগতভাবে ত্রুটি ছিল না, তাদের সবাইকে সনদ দিতে হবে।

তাদের আরও অভিযোগ, ফল প্রকাশের ১৯ দিন পর ‘কারিগরি ত্রুটি’র অজুহাতে নতুন করে ১১৩ জন উত্তীর্ণ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ, যা পুরো প্রক্রিয়াকে আরও বিতর্কিত করেছে। আন্দোলনকারীরা এনটিআরসিএর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, এই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। পাশাপাশি তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ১৯ লাখ আবেদনকারী অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয় ৬০ হাজার ৬৩৪ জনকে। বর্তমানে এনটিআরসিএ এসব উত্তীর্ণ প্রার্থীদের শূন্যপদে নিয়োগের জন্য যাচাই-বাছাই করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত