ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জুলাইয়ের শহীদদের স্মরণে প্রস্তুত হচ্ছে বিশেষ সংকলন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৬ ২০:৩৯:২৮
জুলাইয়ের শহীদদের স্মরণে প্রস্তুত হচ্ছে বিশেষ সংকলন

আন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, জুলাই আন্দোলনে নিহত নারী ও শিশুরা ইতিহাস থেকে হারিয়ে যাবে না। তাদের স্মৃতি ধরে রাখতে একটি সংকলন প্রস্তুত করা হবে।

রোববার (৬ জুলাই) নারায়ণগঞ্জের সদর উপজেলার নয়ামাটিতে আন্দোলনের সময় গুলিতে নিহত শিশু রিয়া গোপের পরিবার এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

শারমীন মুরশিদ বলেন, “শহীদদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কাজ করছেন। মন্ত্রণালয়ের অধীন থাকা সমস্ত রিসোর্স ও সক্ষমতা ব্যবহার করে আমরা নিহত মেয়েটির পরিবারের পাশে দাঁড়াতে চাই। যাতে তারা নতুন করে জীবন গড়ার সাহস পায়—সেই লক্ষ্যেই কাজ করছি।”

এ সময় শারমীনের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক নিরব রায়হানসহ অন্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত