ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

চাল নিয়ে স্বস্তির বার্তা দিলেন খাদ্য উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৫ ২০:১৬:২৫
চাল নিয়ে স্বস্তির বার্তা দিলেন খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং শিগগিরই চালের বাজার স্থিতিশীল হবে।

শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত এবং বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য উপদেষ্টা জানান, চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। ফলে দেশের খাদ্য মজুত এখন অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং এরই মধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহ সম্পন্ন হবে বলে জানান তিনি।

বাজারে চালের দাম না কমার বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, বোরো মৌসুমে ভালো উৎপাদন ও পর্যাপ্ত মজুত থাকার পরও বাজারে দাম বাড়ার পেছনে যদি কোনো সিন্ডিকেট সক্রিয় থাকে, তা ভাঙতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধানের বেশি চাষ হওয়ায় ধান সংগ্রহ কার্যক্রমে কিছুটা সমন্বয়হীনতা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা অংশ নেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত