ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যে কারণে তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দালাই লামা

২০২৫ জুলাই ০৬ ১৭:৩৬:৫১

যে কারণে তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দালাই লামা

ছয় দশক আগে, এক অস্থির রাতে তিব্বতের ২৩ বছর বয়সী নেতা দালাই লামা তার প্রাসাদ ছেড়ে বেরিয়ে যান সেনাবাহিনীর ছদ্মবেশে। দূর থেকে তখন শোনা যাচ্ছিল কামানের গোলার শব্দ। দালাই লামার লক্ষ্য ছিল—জীবন রক্ষা করা এবং স্বাধীনতার পথে পাড়ি জমানো।

প্রাসাদ ছাড়ার পর তিনি প্রায় দুই সপ্তাহ পাহাড় পেরিয়ে ভারতের হিমাচল প্রদেশে পৌঁছান। তবে কী কারণে তাকে এতটা ঝুঁকি নিয়ে পালাতে হলো?

এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯৫০ সালে চীন তিব্বত দখল করে নেয়। এরপর শুরু হয় চীনা সেনা ও স্থানীয় তিব্বতিদের মধ্যে টানাপোড়েন। এক বছর পর, ১৯৫১ সালে তিব্বতের সঙ্গে চীনের একটি ১৭ দফা চুক্তি হয়। চুক্তিতে বলা হয়, তিব্বত চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে। কিন্তু চুক্তির শর্ত লঙ্ঘনের ফলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস দানা বাঁধে।

এই উত্তেজনার মধ্যেই ১৯৫৯ সালে চীনা সেনাবাহিনীর এক জেনারেল দালাই লামাকে সেনা সদর দপ্তরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। শর্ত ছিল—তিনি যেন তার দেহরক্ষী ছাড়া আসেন।

এই আহ্বান সন্দেহজনক মনে হওয়ায় তিব্বতের নেতারা দালাই লামার নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে যান। তারা আশঙ্কা করেন, হয়তো দালাই লামাকে হত্যা বা অপহরণ করা হবে।

তাই ১৯৫৯ সালের ১০ মার্চ হাজার হাজার তিব্বতি রাজধানী লাসায় দালাই লামার প্রাসাদের সামনে জড়ো হয়ে মানব ঢাল তৈরি করে। তখনই তিব্বতের সশস্ত্র যোদ্ধা ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এবং প্রাসাদে গোলাবর্ষণের ঘটনা ঘটে।

এই পরিস্থিতিতে তীব্র নিরাপত্তা হুমকি ও উপদেষ্টাদের পরামর্শে দালাই লামা পালানোর সিদ্ধান্ত নেন। ১৭ মার্চ রাতে মন্ত্রিসভার সদস্য, পরিবার ও দেহরক্ষীদের নিয়ে তিনি চুপিসারে প্রাসাদ ছাড়েন। তিব্বতি সেনার পোশাকে ছদ্মবেশে হিমালয় পাড়ি দেন তারা। অবশেষে ১৩ দিন পর, ৩১ মার্চ ভারতের অরুণাচল প্রদেশে পৌঁছান এবং আসাম রাইফেলসের সেনারা তাদের স্বাগত জানায়।

দালাই লামার ভারতে প্রবেশে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চাপে পড়েন। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির আশঙ্কা থাকলেও, মানবিক বিবেচনায় তিনি ৩ এপ্রিল ঘোষণা দেন—ভারত দালাই লামাকে আশ্রয় দিচ্ছে।

এরপর থেকেই দালাই লামা ভারতে অবস্থান করছেন এবং সেখানেই তিব্বতের প্রবাসী সরকার গঠন করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত