ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
বাংলাদেশসহ ৩ দেশকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিল ভারত
লিডসে সেঞ্চুরির উৎসবে মেতেছে ভারত। এক টেস্টে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটাররা। শুধু ব্যক্তিগত নয়, দল হিসেবেও এই কীর্তির মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়েছে ভারত। প্রথমবারের মতো এক টেস্টে পাঁচ সেঞ্চুরির দেখা পেয়েছে দলটি।
ভারতের এই সাফল্যে উপকার হয়েছে বাংলাদেশেরও। শুধু বাংলাদেশ নয়, উপকার পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাও। এতদিন এই তিন দলের বিপক্ষেই এক টেস্টে ভারতের ব্যাটাররা সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি করেছিলেন। এবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ সেঞ্চুরি করে ভারত সেই পুরোনো বিব্রতকর রেকর্ড তিন দলের কাঁধ থেকে সরিয়ে নিল। ভারতের আগের চারটি সেঞ্চুরি এক ইনিংসেই এসেছিল। ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে চার ব্যাটার শতক হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে দিনেশ কার্তিক (১২৯), ওয়াসিম জাফর (১৩৮), অধিনায়ক রাহুল দ্রাবিড় (১২৯) এবং শচীন টেন্ডুলকার (১২২*) করেছিলেন।
এর তিন বছর পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনস টেস্টেও একই কীর্তি গড়েছিল ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে শতক করেন বীরেন্দর শেবাগ (১৬৫), শচীন টেন্ডুলকার (১০৬), ভিভিএস লক্ষ্মণ (১৪৩*) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৩২*)।
সর্বশেষ ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চার সেঞ্চুরি করে ভারত। সেদিন শতকের দেখা পেয়েছিলেন মুরালি বিজয় (১২৮), চেতেশ্বর পূজারা (১৪৩), অধিনায়ক বিরাট কোহলি (২১৩) এবং রোহিত শর্মা (১০২*)।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারত পেয়েছে পাঁচটি সেঞ্চুরি। যার মধ্যে দুটিই এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে।
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এই কীর্তির মাধ্যমে পন্ত হয়েছেন প্রথম এশিয়ান উইকেটরক্ষক যিনি একই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় ঘটনা। পন্ত খেলেছেন ১৩৪ ও ১১৮ রানের দুর্দান্ত ইনিংস।
এর আগে ২০০১ সালে এই রেকর্ড গড়েছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন ১৪২ রান এবং দ্বিতীয় ইনিংসে ছিলেন অপরাজিত ১৯৯ রানে।
ঋষভ পন্তের জোড়া সেঞ্চুরির পাশাপাশি ভারতের হয়ে বাকি তিন সেঞ্চুরিয়ান হলেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও লোকেশ রাহুল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার জয়সওয়াল (১০১) ও অধিনায়ক গিল (১৪৭)। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন লোকেশ রাহুল।
এই টেস্টে এখন পর্যন্ত মোট ছয়টি সেঞ্চুরি হয়েছে। ভারতের পাঁচ সেঞ্চুরির বাইরে একমাত্র ইংল্যান্ডের ব্যাটার ওলি পোপ করেছেন আরেকটি সেঞ্চুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন