ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে একযোগে বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি জোরদার করছে। এরই অংশ হিসেবে এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এই ব্যাপক রদবদলকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসির দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও তাদের নতুন কর্মস্থল উল্লেখ করা হয়েছে। এটি ইসির নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হলেও একসঙ্গে এত বিপুল সংখ্যক কর্মকর্তার বদলি নির্বাচনের প্রস্তুতির গুরুত্বকে তুলে ধরছে।
প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, 'পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।'
বদলি করা কর্মকর্তাদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। এই কঠোর নির্দেশনা প্রশাসনিক শৃঙ্খলা এবং নির্বাচনী কার্যক্রমের দ্রুততা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সাধারণত নির্বাচনের আগে এমন বড় আকারের বদলি করে থাকে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। নতুন কর্মকর্তাদের পদায়ন করে নির্বাচনী পরিবেশকে আরও গতিশীল এবং জবাবদিহিমূলক করা হয়। এই বদলিগুলো নির্বাচনী কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন এবং তদারকিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে প্রশাসনিক রদবদল অত্যন্ত জরুরি, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ না থাকে। ইসির এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি