ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি: আখতার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ২১:১১:০১
মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি: আখতার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। দলটির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সহযোগী কিছু দল গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, "রাষ্ট্র একটা ভাঙা পা নিয়ে চলছে। সেই ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, স্যাভলন দিয়েছে। কিন্তু হাড়টাকে জোড়া লাগাতে হবে, সেই জায়গাটাতে এসে দলটি বেঁকে বসেছে।"

এনসিপি নেতা বলেন, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত নিয়োগ কমিটি গঠন এবং ক্ষমতার ভারসাম্য (চেক এন্ড ব্যালেন্স) প্রতিষ্ঠার জন্য সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের মতো মৌলিক সংস্কারের প্রশ্ন এলেই বিএনপি বিরোধিতা করছে। তার ভাষায়, "তাদের (বিএনপির) কথা হলো ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি। এটাই যথেষ্ট। এটাই মেনে নাও। হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই।"

আখতার হোসেন আরও স্পষ্ট করে বলেন, "কথা স্পষ্ট, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না।" তিনি জানান, সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে নির্বাচন হলে যে দলগুলো অন্তত এক শতাংশ ভোট পাবে, তারাও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এনসিপির সদস্য সচিব অভিযোগ করেন, "মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে, সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটিকয়েক দল সেখানে বাধা তৈরি করছে।" তিনি বলেন, এই দলগুলো এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যাতে এই এজেন্ডাগুলো ঐকমত্যের আলোচনার মধ্যেই না থাকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত