ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি: আখতার
.jpg)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। দলটির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সহযোগী কিছু দল গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
আজ (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, "রাষ্ট্র একটা ভাঙা পা নিয়ে চলছে। সেই ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, স্যাভলন দিয়েছে। কিন্তু হাড়টাকে জোড়া লাগাতে হবে, সেই জায়গাটাতে এসে দলটি বেঁকে বসেছে।"
এনসিপি নেতা বলেন, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত নিয়োগ কমিটি গঠন এবং ক্ষমতার ভারসাম্য (চেক এন্ড ব্যালেন্স) প্রতিষ্ঠার জন্য সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের মতো মৌলিক সংস্কারের প্রশ্ন এলেই বিএনপি বিরোধিতা করছে। তার ভাষায়, "তাদের (বিএনপির) কথা হলো ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি। এটাই যথেষ্ট। এটাই মেনে নাও। হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই।"
আখতার হোসেন আরও স্পষ্ট করে বলেন, "কথা স্পষ্ট, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না।" তিনি জানান, সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে নির্বাচন হলে যে দলগুলো অন্তত এক শতাংশ ভোট পাবে, তারাও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এনসিপির সদস্য সচিব অভিযোগ করেন, "মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে, সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটিকয়েক দল সেখানে বাধা তৈরি করছে।" তিনি বলেন, এই দলগুলো এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যাতে এই এজেন্ডাগুলো ঐকমত্যের আলোচনার মধ্যেই না থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি