ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ২০:০৯:৩৬
একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

জোরেশোরেই চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। এর অংশ হিসেবে এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে পুনরায় জারি করা হয়েছে। বদলিকৃত এসব কর্মকর্তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ২৩ জুলাই থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।’।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত