ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কোরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে

পবিত্র ঈদুল আজহা মানেই ঘরে আসে প্রচুর কোরবানির মাংস। এই সময় মাংস সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ বেশিরভাগ মানুষই তা দীর্ঘ সময় ফ্রিজে রেখে খান। তবে যদি সঠিক নিয়মে সংরক্ষণ না করা হয় তবে মাংসে জীবাণু ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে এবং দ্রুত পচে যেতে পারে। নিচে কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখার কিছু কার্যকর ও সহজ পদ্ধতি তুলে ধরা হলো:
কাঁচা মাংস ফেলে রাখবেন নাকোরবানির মাংস এনে ফেলে না রেখে ৫–৬ ঘণ্টার মধ্যেই সংরক্ষণ করা উচিত। দীর্ঘ সময় খোলা অবস্থায় রাখলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।
রান্নার আগে অপেক্ষা করুনজবাইয়ের পরপরই মাংস রান্না বা ফ্রিজে রাখা ঠিক নয়। অন্তত ৪–৫ ঘণ্টা রেখে মাংস নরম হলে তবেই ধুয়ে রান্না করুন বা সংরক্ষণ করুন। এতে মাংসের স্বাদ ও গুণমান বজায় থাকবে।
ফ্রিজে সংরক্ষণের নিয়ম১. ফ্রিজ পরিষ্কার করে নিন এবং তাপমাত্রা পরীক্ষা করুন।২. কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখুন। মাছ ও মাংসও একসঙ্গে নয়।৩. মাংস মাঝারি আকারে টুকরো করুন। খুব ছোট করলে পানি জমে ব্যাকটেরিয়া বাড়তে পারে।৪. রক্ত ও পানি ঝরিয়ে ছায়াযুক্ত স্থানে ৩–৪ ঘণ্টা রাখুন ঠান্ডা করার জন্য।৫. ছোট ছোট প্যাকেটে ভাগ করে জিপলক ব্যাগ বা ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন।৬. খবরের কাগজ ব্যবহার করবেন না। কারণ কালি মাংসে মিশে যেতে পারে।৭. তারিখ লিখে রাখুন প্যাকেটে – এতে ব্যবস্থাপনা সহজ হবে।৮. ডিপ ফ্রিজে -১৮°C থেকে -২২°C তাপে রাখুন।
গরু: ৮–১০ মাস
খাসি: ৫–৬ মাস
উট/মহিষ: ৬ মাস
ভেড়া: ২–৩ মাস
কলিজা/মগজ: অল্পদিনের জন্য
৯. ১–৩ মাসের মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করুন। কারণ সময়ের সাথে গুণমান কমে যায়।১০. কিমা ৩ মাস আর প্রসেস করা কাঁচা মাংস ১–২ দিন চিল্ড ফ্রিজে রাখা যায়।
জ্বাল দিয়ে সংরক্ষণ১. চর্বিযুক্ত মাংস বেছে নিন।২. ৬–৭ ঘণ্টা পর লবণ ও হলুদ দিয়ে মাংস ১০০ ডিগ্রি সেলসিয়াসে জ্বাল দিন।৩. ভালোভাবে ঠান্ডা করে ঢেকে রাখুন। গরমকালে ১২ ঘণ্টা আর শীতে ২৪ ঘণ্টা ভালো থাকবে।৪. লেবুর রস বা ভিনেগারে মাখিয়ে রাখলে ৫–৬ দিন ভালো থাকবে। প্রতিদিন গরম করে ঠান্ডা রাখুন।
রোদে শুকিয়ে সংরক্ষণ১. চর্বিমুক্ত মাংস পাতলা টুকরো করে তারে গেঁথে রোদে দিন।২. ধুলোবালি থেকে রক্ষা করতে পাতলা কাপড় বা নেট দিয়ে ঢেকে দিন।৩. পুরোপুরি শুকিয়ে গেলে মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করুন। মাঝে মাঝে রোদে দিন।৪. রান্নার ১ ঘণ্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখুন মাংস নরম করার জন্য।
সঠিকভাবে কোরবানির মাংস সংরক্ষণ করলে শুধু খাবারের মানই বজায় থাকে না বরং স্বাস্থ্যঝুঁকিও কমে যায়। তাই সময় মতো ও সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করাই বুদ্ধিমানের কাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা