ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) বৃত্তির জন্য সাক্ষাৎকার দেয়ার পরেও বৃত্তির জন্য নির্বাচিত হবে না, তাদের জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে ডুয়া অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে এ কথা বলেন ডুয়ার বৃত্তি যাচাই-বাছাই উপ-কমিটির (গ্রুপ-ছ) আহ্বায়ক এবং ঢাবি অ্যালামনাই নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. শরিফুল ইসলাম দুলু।
তিনি বলেন, যারা এখানে সাক্ষাৎকার দিতে আসছে তাদের একাডেমিক দিকের বাইরেও বাড়তি কি কি দক্ষতা তারা অর্জন করেছে তা জানার চেষ্টা করছি আমরা। আমরা পরবর্তীতে তাদের দক্ষতা সম্পর্কিত বিভিন্ন পার্ট টাইম জব দেয়ার কথা ভাবছি। যাতে করে তারা তাদের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি নিজেকে খুব সহজেই এগিয়ে নিতে পারে।
তিনি জানান, ঢাবি অ্যালামনাই বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিজিং প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা করছে। ব্রিজিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পার্ট টাইম জব ও টিউশনির ব্যবস্থা করা হবে। এছাড়া, ডুয়া নিউজ পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীদের ইনকাম করার নানা কর্মসূচি চালু করা হবে। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী ২১ জুলাই ২০২৫ থেকে ডুয়া নিউজের আয়োজনে ১ লাখ ৫০ হাজার টাকার একটি বিশেষ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৫ জন পারফর্মারকে পুরস্কৃত করা হবে। যারা প্রতিযোগিতায় সবচেয়ে সক্রিয় থাকবে, তাদেরকে পরবর্তী বৃত্তি কর্মসূচি ও পার্ট টাইম জবে অগ্রাধিকার দেওয়া হবে।
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. শরিফুল ইসলাম দুলু বলেন, আমাদের সামর্থ্য সীমিত। অথচ এখানে অনেক শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করেছেন যারা সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তাদের সবাইকে যদি আমরা বৃত্তির আওতায় নিয়ে আসতে পারতাম তাহলে সেটা আমাদের জন্য অনেক আনন্দের হতো। এক্ষেত্রে দেশের ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ভবিষ্যতে 'ব্রাদারহুড' প্রকল্প চালুর কথা উল্লেখ করে শরিফুল ইসলাম দুলু বলেন, একজন অসচ্ছল শিক্ষার্থীর সব খরচ বহন করবেন একজন অ্যালামনাই, এই উদ্যোগ নেয়ার কথাও ভাবছি আমরা। এতে করি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা তাদের পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবে।
ছাত্র/ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া শেষেডুয়া'র কার্যনির্বাহী কমিটির সাথে বোর্ড মেম্বাররা।
এ সময় উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য নাসিমা আক্তার সিমু, মোস্তাক আহমেদ শাহ, আবু সাদাত মোহাম্মদ শাহীনুল হক, অধ্যাপক মিজানুর রহমান শেলী, ড. সালমা আরজু, আনোয়ার জামান মান্নু, মো. বদরুল ইসলাম ও নুর নাহার বেগম শিউলি।
যারা ফেসবুক গ্রুপে এখনো যোগ দেননি, তাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে লিঙ্ক দেওয়া হল-
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা