ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৮ ২৩:০৫:৪০

আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪৬ মিনিটে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজ একযোগে এই ভাষণ সম্প্রচার করবে। ধারণা করা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত