ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে

২০২৫ ডিসেম্বর ১৮ ২১:৩১:২৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সবশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন বা ৩২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত হিসাব পদ্ধতি বিপিএম-৬ (BPM-6) অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন বা ২৭ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে।

এর মাত্র একদিন আগে, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, একদিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণে উন্নতি হয়েছে।

উল্লেখ্য, আইএমএফ-এর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা অর্থ বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভে এই গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত