ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ডুপার আয়োজনে ঢাবিতে আবেগঘন স্মরণসভা—প্রিয় স্যার মাহবুবুর রহমানকে শ্রদ্ধা

২০২৫ ডিসেম্বর ০২ ২০:০৭:৪৭

ডুপার আয়োজনে ঢাবিতে আবেগঘন স্মরণসভা—প্রিয় স্যার মাহবুবুর রহমানকে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনেঅ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হলো অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে স্মরণে এক আবেগঘন স্মরণ সভা ও দোয়া মাহফিল। ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে স্মরণ করতে গিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়ে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও ঋণজ্ঞতার আবহ।

ডুপার সভাপতি সেলিম আহমেদ এর সভাপত্বিতে ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া স্মরণসভা ধীরে ধীরে রূপ নেয় শিক্ষক-শিক্ষার্থীদের এক মিলনমেলায়।

বিভাগের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, অধ্যাপক মাহবুবুর রহমানের শ্রেণিকক্ষ ছিল কেবল পাঠদানের জায়গা নয়—ছিল জীবন ও মানুষ হয়ে ওঠার শিক্ষার ক্ষেত্র। তার সততা, নীতিবোধ, নম্রতা ও দায়িত্বশীলতা ছিল শিক্ষার্থীদের অনুপ্রেরণার প্রধান উৎস।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ডুয়া’র সদস্য সচিব এবং ডুয়া নিউজ ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী ।

এই সময়এ টি এম আবদুল বারী ড্যানী

তিনি তাঁর বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমানকে ‘প্রিয় স্যার’ বলে সম্বোধন করে আবেগঘন ভাষায় স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন—“অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্যার শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের জীবনের আলোকবর্তিকা। তার শিক্ষাদান ছিল অনন্য; সততা ও নিষ্ঠার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজীবন আমাদের পথ দেখাবে। তিনি আমাদের শুধু বইয়ের জ্ঞান দেননি—মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন।”

ড্যানী আরও বলেন,বর্তমান প্রজন্মের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া। দেশ, সমাজ ও শিক্ষার্থীদের প্রতি তাঁর দায়বদ্ধতা আমাদের জন্য আদর্শ। তাঁর নীতি ও কর্মঠতা যারা ধারণ করবে, তারা দেশকে বদলে দিতে সক্ষম হবে।”

স্মরণ সভায় ডুপার সভাপতি সেলিম আহমেদ বলেন- অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যু শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এমন একজন শিক্ষক, যিনি প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নিজের সন্তানের মতো যত্ন, স্নেহ ও দিকনির্দেশনা দিতেন। শিক্ষাদানের প্রতি তাঁর নিবেদন এবং মানবিক গুণাবলী তাঁকে আলাদা করে তুলেছিল।

স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডুপার সাধারণ সম্পাদক এএসএম হুমায়ূন কবির,ডুপার এক্সকিউটিভি মেম্বার, মোহাম্মদ এরশাদ খান, ডুপার যুগ্ম সম্পাদক মো: বাবুল মিয়া,পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান -সৈয়দা লাসনা কবির ,সাবেক চেয়ারম্যান -মোসলেহ্ উদ্দিন তারেক,অধ্যাপক মাহবুবুর রহমানের পরিবারের সদস্যসহ ডুপার সদস্য ও শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অধ্যাপক মাহবুবুর রহমানের মাগফিরাত, শান্তি এবং তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সবাই।

উপস্থিতরা জানান, অধ্যাপক ড. মাহবুবুর রহমানের শিক্ষাদান, নীতি ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মকে পথ দেখাবে—এই বিশ্বাসই অনুষ্ঠানের প্রকৃত সার্থকতা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত