ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
প্রধান উপদেষ্টা
'হাদির মৃ'ত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক, স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে সরকার'
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে, সরকার শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের ফোনকলের মাধ্যমে হাদির মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘হাদির এই অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন।’
প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা দেশের সব মসজিদে এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।
হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে ড. ইউনূস বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।’
হাদির চিকিৎসায় আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য সিঙ্গাপুর সরকার এবং বিশেষ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও চিকিৎসক ডা. ভিভিয়ান বালাকৃষ্ণানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। ডা. ভিভিয়ান ব্যক্তিগতভাবে হাদির চিকিৎসার তদারকি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে হবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান