ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা, এক দশকের মহোৎসব

২০২৫ অক্টোবর ২৭ ১৫:৩৮:৩৭

লন্ডনে ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা, এক দশকের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য শাখার ১০ বছর পূর্তি ও বার্ষিক মিলনমেলা। শনিবার (২৬ অক্টোবর) লন্ডনের স্যার জেমস হকি হল, ফুটফোর্ডে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৩০০ প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী ঢাবি অ্যালামনাইদের ভূমিকা অনন্য। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঢাবিয়ানরা শুধু পেশাগত জীবনে নয়, সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি প্রবাসী অ্যালামনাইদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উন্নয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদকসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালামনাই সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আত্মপরিচয়ের উৎস। প্রবাসে থেকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ, মূল্যবোধ ও বন্ধুত্বের চেতনা ধরে রাখতে চাই। এই ১০ বছর অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার যাত্রা আমাদের ঐক্য ও ভালোবাসার প্রতীক।

তিনি আরও জানান, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সংযোগ আরও দৃঢ় করতে সংগঠনটি ভবিষ্যতে আরও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল উদ্বোধনী পর্ব, স্মৃতিচারণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের স্মৃতি, পেশাগত অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বাংলা লোকসংগীত ও নৃত্য পরিবেশনা। অ্যালামনাই সদস্যদের অংশগ্রহণে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, যুক্তরাজ্যে প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা কেবল পুনর্মিলন নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। ১০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন অ্যালামনাইদের সম্পর্ক আরও সুদৃঢ় করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত