ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ডুয়া’র দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘মাদার অব ডেমোক্রেসি’ ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের-ডুয়া’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী অ্যালামনাই ফ্লোরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, সদস্য সচিব ও ডুয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া’র সদস্য ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ডুয়া’র সদস্য বায়েজীদ বোস্তামী, ডুয়া’র সদস্য রশিদ আহমেদ (মামুন) সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন—“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ চরম অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাষ্ট্রের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে তাঁর অবদান অনন্য, ঐতিহাসিক।
দল–মত–ধর্মের ঊর্ধ্বে উঠে দেশবাসী তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। আমরা প্রত্যাশা করি—খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আবার ফিরে আসবেন।
তিনি আরও বলেন, “একজন জাতীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক বিকাশে যে ভূমিকা রেখেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তাঁর সুস্থতা আজ জাতির একটি প্রত্যাশা।”
ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন—“দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের স্বার্থে, জনগণের অধিকার রক্ষায় এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসীম ত্যাগ স্বীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন নির্ভীক, সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। আজ তিনি অসুস্থ—এটা শুধু একটি রাজনৈতিক দলের দুঃখ নয়, সমগ্র জাতির বেদনা। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং দেশের কল্যাণে আবারও নেতৃত্ব দেওয়ার শক্তি পান।”
তিনি আরও বলেন, “জাতীয় জীবনে সংকটের মুহূর্তে খালেদা জিয়ার মতো নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার স্বাস্থ্য স্বাভাবিক হয়ে উঠলে দেশ আবার নতুন উদ্যমে এগিয়ে যাবে।”
ডুয়া’র সদস্য ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন—“আজ দেশবাসী মহান আল্লাহর দিকে চেয়ে আছে। তাঁর কাছে দোয়া করছি—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের মানুষের আশা, গণতন্ত্রের প্রতীক, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা।”
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন। উপস্থিত সকলেই তাঁর সুস্থতার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।ডুয়া’র আয়োজনে এই দোয়া মাহফিল প্রমাণ করে—রাজনৈতিক মতপার্থক্যকে পেছনে রেখে জাতীয় নেত্রীর সুস্থতা কামনায় দেশবাসী একত্রিত হতে পারে। এটি দেশের সামাজিক-মানসিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে