ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
দিল্লির কাছে জবাবদিহিতা না চাইলে মন্ত্রণালয়ে মার্চ কর্মসূচি: জুলাই ঐক্য
নিজস্ব প্রতিবেদক: আগামী ৭২ ঘণ্টার মধ্যে দিল্লির কাছে জবাবদিহিতা না চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সংগঠক ও ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী ওরফে এ বি জুবায়ের এ দাবি জানান। ভারত সরকারের দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায় সংগঠনটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে এবি জুবায়ের বলেন, গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জুলাই ঐক্যের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ‘চরমপন্থি গোষ্ঠী’র আন্দোলন বলে উল্লেখ করা হয়েছে। যা ভারতের দেউলিয়াত্বের প্রমাণ। জুলাইয়ের স্পিরিটকে ধারণকরা একশরও অধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈকি মোর্চা জুলাই ঐক্য মনে করে, এটি সরাসরি পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন এবং গণতান্ত্রিক ও মানবাধিকারে আঘাত।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারত পালিয়ে যায় শেখ হাসিনা এবং তার সহযোগীরা। এসব খুনিদের আশ্রয় দিয়ে সরাসরি পররাষ্ট্রসীমা লঙ্ঘন করেছে ভারত। গতকাল ১৭ ডিসেম্বর বুধবার জুলাই ঐক্যের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করা হয়। আমাদের এই কর্মসূচি ছিল পূর্বঘোষিত। নির্ধারিত সময়ে আমরা রামপুরা ব্রিজ থেকে মার্চ শুরু করি। আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মার্চের মাধ্যমে প্রতিবাদ জানানো ও দাবি উত্থাপন। সেই লক্ষ্যেই আমরা মিছিল নিয়ে বাড্ডা আসার পর পুলিশের বাধার সম্মুখীন হই। সেখানে আইনের প্রতি সম্মান জানিয়ে অবস্থান নেই। আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা সাবেক একাধিক দেশপ্রেমিক সেনা অফিসার, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। আমাদের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ‘ঢাকায় কিছু চরমপন্থি গোষ্ঠী’র আন্দোলন বলে ঘোষণা দেয় মোদি সরকার। জুলাই ঐক্য ভারত সরকারের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
জুবায়ের বলেন, ভারত সরকার জুলাই যোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে চরমপন্থিদের আন্দোলন বলে আখ্যায়িত করেছে, তা চরম সীমালঙ্ঘন। এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব চায়নি। আমরা অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, দিল্লি থেকে এর জবাব চাওয়ার জন্য। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে জবাবদিহিতা না চায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ করবে জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতকে ‘চরমপন্থি গোষ্ঠী’ এই মন্তব্যের জন্য জবাবদিহিতার আওতায় না আনলে আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান