ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক

২০২৫ ডিসেম্বর ১৪ ১৭:১৭:১৬

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই শিক্ষার্থী সর্বোচ্চ ৯১.২৫ নম্বর অর্জন করেন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ২৪১৩৬৭১।

আজ রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ। এবার সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে প্রার্থীর সর্বনিম্ন নাম্বার ৭৪.২৫

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন। অর্থাৎ, পাস করা শিক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী, যা নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য নির্দেশ করে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ যোগ করে নির্ধারিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী সরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিটে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নারী শিক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ শিক্ষার্থী ২ হাজার ৪২ জন, যা সরকারি মেডিকেল শিক্ষায় নারীদের অংশগ্রহণের শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত