ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
সরকার ফারাবী: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ 'বি'-এর তৃতীয় ম্যাচে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো দুবাইয়ের আইসিসি একাডেমি। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানদের দেওয়া ২৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টাইগার যুবারা, যা তাদের ব্যাটিং দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আফগানিস্তানের ইনিংস: ফয়সাল খানের দুর্দান্ত সেঞ্চুরি
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের একটি বড় স্কোর দাঁড় করায়। আফগানদের ইনিংসের মূল স্তম্ভ ছিলেন ফয়সাল খান শিনোজাদা, যিনি মাত্র ৯১ বলে ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে অসাধারণ ১০১ রানের একটি শতরানের ইনিংস খেলেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ওসমান সাদাত ও উজাইরুল্লাহ নিয়াজী। শেষদিকে আজিজুল্লাহ মিয়া খিল এবং আবদুল আজিজের দ্রুতগতির ক্যামিও আফগানদের স্কোরকে ২৮০ পেরিয়ে যেতে সাহায্য করে। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন দুটি উইকেট নিয়ে দলের পক্ষে সেরা বোলার ছিলেন।
বাংলাদেশের জবাব: ওপেনারদের শক্তিশালী সূচনা ও স্নায়ু ধরে রাখা শেষভাগ
২৮৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের যুবারা শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। ওপেনার রিফাত বেগ এবং জাওয়াদ আবরার মিলে একটি দারুণ সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে দলকে শক্তিশালী ভিত এনে দেন।
জাওয়াদ আবরার ৫২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।
রিফাত বেগ একটি চমৎকার অর্ধশতক (৬২ রান) করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান।
এরপর আজিজুল হাকিম তামিম (৪৭) এবং কালাম সিদ্দিকী আলিন (২৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের পথ প্রশস্ত করেন।
যদিও মিডল অর্ডারে দ্রুত কয়েকটি উইকেট হারানোর কারণে ম্যাচে কিছুটা নাটকীয়তা সৃষ্টি হয়, তবুও বাংলাদেশের লোয়ার-মিডল অর্ডার ব্যাটাররা স্নায়ু ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষদিকে শেখ পারভেজ জীবন এবং মো: রিজান হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬তম ওভারের শেষদিকেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচের ফলাফল (সংক্ষিপ্ত)
| দল | স্কোর (৫০ ওভার) |
| আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ | ২৮৩/৭ |
| বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ২৮৪/৭ (৪৮.৫ ওভার) |
| ফলাফল: | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী (৭ বল বাকি থাকতে) |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস