ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান

২০২৫ ডিসেম্বর ১৬ ২১:১৫:১২

IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান

সরকার ফারাবী: বহু প্রতীক্ষিত ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মিনি-নিলাম এখন শেষ প্রান্তে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে চলছে এই মেগা ইভেন্টের অ্যাক্সিলারেটেড রাউন্ড। ৩৬৯ জন ক্রিকেটারের তালিকা থেকে সর্বোচ্চ ৭৭ জনকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের শেষ মুহূর্তে একের পর এক নাটকীয় আপডেটে সরগরম নিলাম মঞ্চ। এখানেই স্পষ্ট হলো বাংলাদেশের দুই তারকা পেসারের সম্পূর্ণ ভিন্ন ভাগ্য মুস্তাফিজুর রহমান পেলেন দল, অথচ তাসকিন আহমেদ রইলেন অবিক্রীত।

তাসকিন আহমেদ আনসোল্ড

বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ-কে নিয়ে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বেস প্রাইসেও কোনো দল বিড না করায় তিনি আনসোল্ড থেকে যান। নিলাম মঞ্চে এটি ছিল বাংলাদেশি সমর্থকদের জন্য বড় হতাশার খবর।

KKR-এ মুস্তাফিজুর রহমান

নিলামের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। ত্রিমুখী লড়াইয়ের পর মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই বাঁহাতি পেসারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

নিলামের টেবিলে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে বিডিং যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও KKR। উত্তেজনাপূর্ণ দর কষাকষির শেষ পর্যায়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিশ্চিত করে কলকাতা।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নিলাম শেষ হলেও IPL 2026 মিনি-নিলামের শেষ পর্বে আরও চমক অপেক্ষা করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত